Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

বৃষ্টি এলেই

: | : ১৩/০৭/২০১৩

বৃষ্টি এলেই নদীর বুকে ইলিশ ধরা নাও;
বৃষ্টি এলেই ভর দুপুরে ডিম খিচুড়ি খাও।
বৃষ্টি এলেই দস্যি ছেলের ভিজতে যাওয়ার ধুম;
বৃষ্টি এলেই টিনের চালে ছন্দ সুখের ঘুম।

বৃষ্টি এলেই ধল পুকুরে ধরতে যাওয়া কৈ;
বৃষ্টি এলেই গপপো শোনা পড়তে মানা বই।
বৃষ্টি এলেই বাগ-বাগিচায় বন্য ফুলের ঘ্রাণ;
বৃষ্টি এলেই মিষ্টি আমের গন্ধে আকুল প্রান।

বৃষ্টি এলেই সমুদ্দুরে উথলে ওঠে ঢেউ;
বৃষ্টি এলেই সিক্ত পথে কেউ হাটে না, কেউ।
বৃষ্টি এলেই জানলা ধরা ছোট্ট খুকীর মুখ;
বৃষ্টি এলেই বুকের মাঝে অন্য রকম সুখ

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top