Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

পবিত্র কুরআন ও আল হাদীসের বাণী- পর্ব: ৩

: | : ১৪/০৭/২০১৩

    কখন বুঝবে একটি দেশ ও সমাজ নষ্ট হয়ে গেছে, যখন দেকবে দরিদ্ররা ধৈর্যডারা হয়ে গেছে, ধনীরা কৃপন হয়ে গেছে, মূর্খরা মঞ্ছে বসে আছে, জ্ঞানীরা পালিয়ে যাচ্ছে এবং শাসকরা মিথ্যা কথা বলছে। –হযরত আলী (রা:)।
    ‘‘ওঠ সতর্ক কর আর তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর।” (মুদ্দাসসির: ২-৩)
     তোমরা মিথ্যাকে সত্যের সাথে মিশিয়ে দিয়রা। যেনে শুনে সত্য গোপন করো না। (সূরা বাক্কারা আয়াত ৪২)
    যারা চায় যে, মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রচার ঘটুক তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর আল্লাহ জারের, তোমরা জান না।” (সূরা নূর: ১৯)
    হারাম দ্বারা লালিত-পালিত শরীর বেহেস্তে যাবে না। আল-হাদীস।
    সমগ্র পৃথিবীটাই সম্পদে পরিপূর্ণ। এর মধ্যে কল্যাণকর ও উত্তম সম্পদ হল চরিত্রবান নেককার স্ত্রী। (মুসলিম)
    সবচেয়ে বড় চুরি হলো নামাজে চুরি করা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: ‘‘সবচেয়ে জঘন্য চোর হল যে তার নামাজে চুরি করে। তারা বললেন, হে আল্লাহর রাসূল! কিভাবে নামাজে চুরি করে? তিনি বললেন, রুকু ও সিজদা পুরা করে না” (আহমাদ ৫/৩১০; সহীহ আল-জামে ৯৯৭)
    ব্যভিচারি পুরুষ কেবল ব্যভিচারি নারী অথবা মুশরিকা নারীকেই বিয়ে করে, এবং ব্যভিচারিনী কে কেবল ব্যভিচার বা মুশরিকপুরুষই বিয়ে করে এবং এদের কে মুমিনদের জন্য হারাম ঘোষনা করা হইতেছে !!!
    মহানবী স: বলেছেন, দোযখবাসী কারা আমি তোমাদেরকে তা বলে দেব না কি? প্রত্যেক রূঢ়-স্বভাব, দাম্ভিক ও অহংকারী ব্যক্তি।” (বুখারী ৪৯১৮, মুসলিম ২৮৫৩ নং)
    এই দুনিয়াটা সাপের মতো- ধরতে খুব নরম, কিন্তু এর কামড় বড় মারাত্মক। (হযরত আলী রা:)
    নিজেদের কল্যাণের জন্য তোমরা যে উত্তম কাজ করে থাকো, তার পুরস্কার আল্লাহর কাছে পাবে। (সূরা আল-বাকারাহ: ১১০)
    রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: ‘‘সমগ্র পৃথিবীটাই সম্পদে পরিপূর্ণ। এর মধ্যে কল্যাণকর ও উত্তম সম্পদ হল চরিত্রবান নেককার স্ত্রী।” (মুসলিম)

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top