Top today
নির্ভেজাল বর্ষার সাজ
একটা বৃষ্টি ভেজা সন্ধ্যায়
দু’একটি তারার উঁকি ঝুঁকি
পা টিপে পথ চলা আর
কাক জলে স্নান করা পশম; ভেঁজা শিশির।
কিংবা..
সদ্য গান শেখা ব্যাঙাছি
অবিরাম সুরে অবিরত।
মৃদু হাওয়ায় তাল-মিষ্ট কদমের ঘ্রাণ
উষ্ণ ভেজা নি:শ্বাস, ভাঙ্গা তান-
ঘোলাটে চশমা; সবকিছু।
আর..
একটি চকচকে কবিতা পাঠের আসরে
উদ্দিপীত ভ্রুমে কতিপয় তরুণ তরুণীর সমাবেশ
এইতো বুঝি বর্ষা। বর্ষার নির্ভেজাল সাজ। নির্ভেজাল আমেজ।