Top today
কৌতুক-২
অসুস্থ ছোট ছেলে কিছুতেই ট্যাবলেট খেতে চায় না। তাই মা বাধ্য হয়ে সিদ্ধ ডিমের ভেতরে ট্যাবলেট ঢুকিয়ে ছেলেকে খেতে দেয়। কিছুক্ষণ পর মা এসে জিজ্ঞেস করলেন, ‘বাবা, ডিমটা কি খেয়েছ?’
ছেলে উত্তর দিল, ‘হ্যাঁ মা খয়েছি। তবে ডিমের বিচিটা ফেলে দিয়েছি।’