Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

ফেরারী (৩৪)

: | : ১৫/০৭/২০১৩

আমাকে অন্তিম বারের মত আরেকবার –
চুক্তিমোতাবেক এক জঠর হেমলোক দাও ,
আমি অন্তিমের মতো হলাহলে নীল হয়ে আরো আরো করে,
গভীর জলে নেমে ডুব সাঁতারে ডুবে জেগে দেখতে চাই ,
মোর তরে আছে কিনা কোন ও অমৃত স্তনের অবশেষ ,
নাকি অন্ধকারের অবক্ষয়ে সব-ই হয়ে গেছে নি:শেষ ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top