Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

কবিতার কাছে

: | : ১৫/০৭/২০১৩

একদিন তোমার জন্যেই – অজ্ঞ, কবিতা বুঝে না
এক নারী, ছিল আমার প্রেমিকা –
তাকে ছাড়িয়া এসেছি, যেমন নদীও
গভীর প্রেমিক শৈবাল ও নুড়ি ফেলে আসে পিছে।

আমিও তো সাগরে পৌঁছুতে চাই।

লক্ষবার তাকে ও তোমাকে এক সূত্রে
বাঁধিতে চেয়েছি – ছিলো চেষ্টা নিরন্তরঃ

এখন প্রেমিকা নেই – প্রেমহীন –
স্তব্ধবাক মাঠ – তোমার আকাশে
প্রেম চাই, প্রেম চাই – বসে আছি
ঘাসের সবুজে ঘাস হয়ে অথবা সবুজ?
আর কতোকাল –
আমি নিলীমার কাছে যেতে চাই।

সাধ নেই পৃথিবীর কোন মানবীর প্রেম পাই;
মনুষেরা বড়ই কুটিল –
অন্ত্রের ধরণে প্যাঁচ আছে মনে –
সহজ প্রেমের খোঁজ নেই – মিলেনা ।

কবিতা,
তাইতো এসেছি তোমার কাছে –
ঘোরপ্যাঁচ বুঝে কম একটি মানুষ –
ঠাইঁ চাই –চাই প্রেম তোমার –
দোহাই ফিরিয়ে দিওনা।।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top