দুটি কবিতা
মেটে না তৃষ্ণা দু’চোখে দেখে দেখে আর ভরে না আর মেটে না- তৃষ্ণা দেহের সবগুলো চোখ দিয়ে তোমাকে দেখতে ইচ্ছে করে প্রিয়তমা।
স্বপ্ন এক স্বপ্নে কিছু কষ্ট অন্য স্বপ্নে সুখ ভোর পেরিয়ে শিশির ডিঙিয়ে সূর্য উঠতেই দেখি মর্ত্যলোক।