Top today
শৃগালী ও সিংহী
এক খ্যাকশেয়ালী একদিন এক সিংহীকে ব্যঙ্গ করে বললো, সিংহী তুমিতো একটার বেশি বাচ্চা দিতে পার না?
সিংহী হেসে বললো, হ্যাঁ, একটা বাচ্চাই হয় বটে আমার। কিন্তু সে তা সিংহ, বড় হয়ে বনের রাজা হয়।
শিক্ষণীয়ঃ গুচ্ছের নির্গুণ সন্তানের চেয়ে গুণবান একটি সন্তান লাভ অনেক বেশী কাম্য। বহু নির্গুণের চেয়ে এক গুণবান ভাল।