Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

“আজ আবার কেন”

: | : ১৫/০৭/২০১৩

আজ তোমার কথা বারে বারে
কেন মনে পড়ে?
আজ আমার দুচোখ জুড়ে কেন
অশ্রু শুধুই জড়ে?

কষ্টের স্মৃতি গুলো মনের আয়নায়
বারে বারে কেন ভেসে ওঠে?
মনের বাগানে গোলাপ কেন
শুকনো,মলিন হয়ে ফোটে?

ভাঙাচুরা এই হৃদয় কেন
আজ নতুন করে ভাঙে?
মনের ক্যানভাসে আজ রং-তুলি
কেন রাঙায় কষ্টের নীল রঙে?

তোমার জন্য আজ কেনই হবে
হৃদয় এত উতলা?
পাথর তো নই আমি
এই প্রাণে বলো সহে কত জ্বালা?

পুড়ে ছারখার এই দেহ আমার
আজ কেন নতুন করে পোড়ে?
ভালোবাসার গান গুলো আজ কেন
বাজে কষ্টের সুরে?

ভুলতে বসা সেই তুমিই
আজ কেন আবার নতুন করে?
এসোনা তুমি আজ আর কাছে
যাও দূরে সরে।।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top