Top today
ডারউইনবাদীদের জন্য গালে চপেটাঘাত স্বরুপ
সূরা বাকারার ৬৫ নং আয়াতে মহান আল্লাহ পাক বলেন –
” তোমরা তো ভাল করেই জানো , তোমাদের মধ্যে যারা শনিবার (আল্লাহর আদেশের সীমা) লংঘন করেছো , অতপর আমি তাদের (শুধু এটুকুই) বলেছি , যাও এবার তোমরা সবাই অপমানিত বানর (এ পরিণত) হয়ে যাও ।
অনুবাদ – হাফেজ মুনীর উদ্দিন আহমদ ।
আমার ধারণা এরপর আর কোন প্রকৃত মুসলিম ডারউইনের তত্বের পক্ষ নিয়ে কথা বলবে না ।
Comments are closed.