Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

দূজন

: | : ১৯/০৭/২০১৩

ঐ দেখ চাঁদ-
আকাশের গায়ে আছে হেলে,
ঝিঁকি মিঁকি নদীর জল
মাছ ধরছে কোন এক অচেনা জেলে ।

তুমি আমি এখানেই আসি রোজ
গভীর ভালবাসার টানে,
মনের কথা করি বলা-বলি
যেন কেউ না জানে ।

হাতে রেখে হাত
চোখে রেখে চোখ
এভাবেই হয় কথা যতো,
তোমায় দেখে সব
হয়ে যায় নীরব
শুকিয়ে এলো আমার সব ক্ষতো ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top