Top today
সন্তাপ
আমি অযোগ্য বলেই তোমার যত তিরস্কার
মুখ বুজে সহ্য করেছি সব
তবুও প্রশ্ন থেকে যায়,
নিরবতা মানেই কি মাথা নত করা ?
কলাগাছে তক্তা না হউক, ভেলা হয়
বিপদকালে নদীপারে সেও কারো সহায় হয় ।
আমি অযোগ্য বলেই তোমার যত তিরস্কার
মুখ বুজে সহ্য করেছি সব
তবুও প্রশ্ন থেকে যায়,
নিরবতা মানেই কি মাথা নত করা ?
কলাগাছে তক্তা না হউক, ভেলা হয়
বিপদকালে নদীপারে সেও কারো সহায় হয় ।