Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

সন্তাপ

: | : ১৯/০৭/২০১৩

আমি অযোগ্য বলেই তোমার যত তিরস্কার

মুখ বুজে সহ্য করেছি সব

তবুও প্রশ্ন থেকে যায়,

নিরবতা মানেই কি মাথা নত করা ?

 

কলাগাছে তক্তা না হউক, ভেলা হয়

বিপদকালে নদীপারে সেও কারো সহায় হয় ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top