Top today
বিদ্রোহী
ফাগুনের ঝরা আগুনের প্রলয়ের মত
জ্বলে উঠেছে স্বপ্ন,
রুখবে কে সাধ্যকার সবুজ রুপের
জাগ্রত রাঙা রত্ন।
রত্ন ঝরা আলোয় ভরা স্বপ্ন আলোর দেশে
দিয়ে দেব প্রাণ রক্ষা করতে স্বদেশকে হেসে-হেসে।
মুক্ত আলোর পথে আজ চল ছুটে আয় যাই
হাতে রাখ হাত হিন্দু-মুসলিম সকলেই ভাই-ভাই।
প্রলয়ের মত অগ্নি শিখা জ্বালা আজ ঘরে ঘরে,
সবুজ ঘাসের রুপখানির রাঙা স্বপ্নের তোরে।
উঁচু কর শীর, জাগ ওহে বীর নিজের স্বপ্ন তরে
স্বপ্নটাকে পূর্ণকর রক্ত রাঙিয়ে লড়ে।
বিদ্রোহী স্বরে তাই বাজুক দামামা
অগ্নি আলোর ঝলকে হামামা-
মুক্ত্ আলোর পথ উঠুক ফুঠে ভেঙে যাক সব ভুল,
যেমন স্বরে ডাক দিয়েছিল বিদ্রোহী নজরুল।