Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

আমাদের দাদা

: | : ২১/০৭/২০১৩

দাদার বয়েস হবে পাঁচ কুড়ি ছয়
তা বলেদাদাভাই গুটি শুটি নয়
খায়-দায় চলে ফিরে ফুরফুরে ভাব
দেখে শুনে মনে হয় ইংরেজ সাব।

ছোটোদের বই নিয়ে মন দেয় পাঠে
নাতি পুতি খুতি নিয়ে খেলেন মাঠে
বুড়ো দাদা শিশু হয়ে দুষ্টুমি করে
ফূর্তির বান ছোটে দাদার ঘরে।

দেশজুড়ে আত্নীয় হাজারে হাজার
কোনোদিন দেখিনি মুখটা বেজার
অল্পতে খুশি হয়ে গল্পে মাতে
সুখেরা খেলা করে দাদার সাথে।

এলাকার লোকজন ভেবে হয়রান
এত হাসি মনোবল কোথা হতে পান!
আনন্দে লাল হয়ে হেসে কয় দাদা
নিয়মের ফ্রেমে আমার জীবন বাধা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top