Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

অনুদার

: | : ২১/০৭/২০১৩

আমি এক সুখের বেপারী

সুযোগ পেলেই সুখ বেচাকেনা করি

ভেবো না তাই আমি সুখি

অনবরত হাবিয়া দোযখে পুড়ি ।

 

হাত পেতে ছিলাম জোনাকীর দ্বারে

এক মুঠো আলোর তরে, আশা ছিল দিবে

জোনাকী সেও বড় অনুদার

উপস্থিতি পেয়ে টের, জ্বলে আর নিভে ।

 

আমার এক দিকে দুঃখের চিতা

অন্য দিকে বেদনার নহর

আমি কোনটিতে দেব ঝাঁপ

কতকাল জ্বললে মুছে যায় সকল পাপ ?

 

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top