যখন প্রেম ঝর্ণার
সমগ্র আকাশেই যদি ঝর্ণার ছবি না ভাসে,
তবে সে আকাশে কিভাবে আমার আকাশ!
প্রতি নিঃশ্বাসে যদি ঝর্ণার নাম শুনা না যায়,
তবে সে নিঃশ্বাস কিভাবে আমার নিঃশাস!
প্রতি স্বপ্নে যদি ঝর্ণার চোখে চোখ না পড়ে,
তবে সে স্বপন কিভাবে হবে আমার স্বপন!
যে বাতাস ঝর্ণার কেশ উড়াতে না পারে,
সে বাতাস কিভাবে হবে আমার একান্ত আপন!
সে আলোকে কিভাবে বলবো আলো,
যে আলোতে ঝর্ণাকে যায় না দেখা!
পৃথিবীতে যখন ঝর্ণা নেই,
তখন আমি একা শুধু একা।
সে পুর্ণিমার কোন সৌন্দর্য নেই,
যার আলো পড়ে না ঝর্ণার মুখে।
তখন সুখ এলে কি আসে যায়,
যখন ঝর্ণা থাকবেনা সুখে।
সে প্রভাত প্রভাত নয়,
যখন ঝর্ণা ওঠেনি জেগে।
সমুদ্রের জল হবে মিষ্টি,
যদি ঝর্ণার ছোয়া লাগে।
সে রাত হবে না গভীর,
যদি ঝর্ণা থাকে জেগে।
সকল নক্ষত্র পাবে জীবন,
যে নক্ষত্র মরেছে আগে।
সে বৃষ্টির ছন্দে কোন মধুরতা নেই,
যাতে ভিজে না ঝর্ণা; মাথার ‘পড়ে ছাতা।
সে মুহুর্তে আমার হবে না মৃত্যু,
যদি থাকে ঝর্ণার চোখে চোখ পাতা।
২৫-০৪-১৩, ঢাকা।