Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

আর কেঁদোনা তুমি

: | : ২৩/০৭/২০১৩

আর কেঁদোনা তুমি
দেখ, একদিন ঠিক হয়ে যাবে সব।
আর কেঁদোনা তুমি
দেখ, একদিন ফোটবে নব দিনের আলোক।

একদিন মুছে যাবে চোখের নিচের কালিমা
একদিন পারবে দেখতে বসন্তের পূর্ণিমা।
একদিন স্বপ্ন যাবে তোমার পদ চুমি
আর কেঁদোনা, কেঁদোনা তুমি।

যতবার তোমারে করল আঘাত পৃথিবীর তরবারী
একটাই কারণ দেখাল তারা তুমি নারী তুমি নারী।
ঘরের মধ্যে তুমি কাঁদছো দুয়ারে সমাজ পতিরা
তোমাকে আঘাতে আঘাতে মেরে কিভাবে বিজ্ঞ তারা?

আর কেঁদোনা তুমি
দেখ, একদিন ঠিক হয়ে যাবে সব।
আর কেঁদোনা তুমি
দেখ, একদিন শুনবে তুমি পাখির রব।

সেই ডাক শুনে তুমি হবে বনপাখি
তোমারে রুধিতে কেউ পারবে না
সাতশ জনম কাঁদবে কি তুমি
আর কেঁদোনা তুমি, আর কেঁদোনা।

এবার রুখে দাড়াও প্রতিটি আঘাতে
এবার যুদ্ধ কর সমাজের সাথে।
কে পায় স্বাধীনতা বিনা সংগ্রামে
আর কতকাল জিততে চাবে ভালবাসায় দামে।

সেই ভাবে আর হবে না আদায়
কেউ ছাড়তে চায় না ক্ষমতা
এবার দাও তুমি মমতার বিদায়।
সেতো মমতাহীন যে হতে চায় বিধাতা।

আর কেঁদোনা তুমি
ঘরে ঘরে এবার তোল রব,
এরার কর সংগ্রাম
দেখ, একদিন ঠিক হয়ে যাবে সব।

২৫.০৬.১৩, ঢাকা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top