জীবন সঙ্গিনীর প্রতি
মানুষ চাঁদে চলে গেলো
আর তুমি এখনও
স্বামী বশীকরণ তাবিজ ছাড়তে পারলে না?
কি অদ্ভুত এক জীবন সঙ্গিনী তুমি আমার।
মানুষ এখন চাঁদ শেষ করে
অন্যান্য গ্রহ উপগ্রহের দিকে ছুটছে
আর তুমি জাফরান কালি নিয়ে
দবির হুজুরের পেছনে ছুটছ।
আমি যখন কবিতা লিখে তোমাকে দেখাই
তখন তুমি বল, আমি কবিতা বুঝি না
কবিতা না বুঝলে তুমি আমাকে বুঝবে কি করে?
শোন, আর যাই হোক
স্বামী বশীকরণ তাবিজ দিয়ে ভালবাসা হয় না
ভালবাসা বুঝতে হলে মন বুঝতে হয়
আর মন বুঝতে হলে কবিতা বুঝতে হয়।
কবিকে ভালবাসতে হয় কবিতা দিয়ে
জাফরান কালির তাবিজ দিয়ে নয়।
এ সব ছেড়ে এসো
এসো আমার এই অন্তরে
দ্যাখ কত পঙক্তিমালা
হৃদয়ের অন্তঃপুরে।
পঙক্তিমালা…………
প্রেমের ভালবাসার হৃদ্যতার
আনন্দের কষ্টের শূন্যতার
পঙক্তিমালা……………
অবহেলিতের অভাগার মজলুমের
সভ্যতার অসভ্যতার সমাজের
পঙক্তিমালা…………
বিশ্বাসের মহাবিশ্বের প্রকৃতির
মানুষের জীবনের ভগবানের
এবং আরও হাজার হাজার।
তুমি নাও দুহাত ভরে তুলে নাও পঙক্তিমালা
শান্ত কর হৃদয় জুরাও তোমার অন্তরজ্বালা।
পঙক্তিমালায় তুমি পাবে কবিকে
ফিরে পাবে তুমি তোমার ভালবাসাকে।