Top today
কৌতুক-৫
এত কষ্টের মাঝেও আমার কৌতুক সিরিজটি আপনাদের নিকট হাজির করতে ভুলিনি। আপনাদের মনে কিছুটা হাসি ফুটাতে পারলে আমি খুশি হয়।
এক বালকের সঙ্গে এক নেতার কথোপকথন:
বালক: মামা, ২০টি টাকা দেন তো, মা চাইছেন!
নেতা: তুমি আমার কোন জন্মের ভাইগ্না হলে। আমার তো কোনো বোনই নেই।
বালাক: কেন, আপনিই তো সেদিন জনসভায় ভাষণের শুরুতে বলেছিলেন, প্রিয় ভাই ও বোনেরা।
নেতা: হ্যাঁ বলেছি, তাতে তোমার কি হয়েছে?
বালক: ওই সনসভায় আমার মা উপস্থিত ছিলেন। আর সেদিন থেকেই তো আপনি আমার মামা হয়েছেন।