Top today
“আমাদের মীম”
খোকন শোনা আজ বুঝি
হয়েছো অনেক বড়ো,
ছবিটা টুকরো করে
করতে পারে সে জড়ো ।
ঝুন ঝুনিটা নাড়তে পারে
গাড়ী নিয়ে খেলতে পারে
হাতে দিয়ে সে ধাক্কা,
একাই দাঁড়াতে পারে
কাউকে দেখলে মারতে পারে
তাতে ও পুরো পাক্কা ।
কে বা আপন-কে বা পর
তা ও চেনে ভালো,
জানি আরো বড় হবে
জালবে প্রদীপ আলো ।