Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

“আমাদের মীম”

: | : ২৪/০৭/২০১৩

খোকন শোনা আজ বুঝি
হয়েছো অনেক বড়ো,
ছবিটা টুকরো করে
করতে পারে সে জড়ো ।

ঝুন ঝুনিটা নাড়তে পারে
গাড়ী নিয়ে খেলতে পারে
হাতে দিয়ে সে ধাক্কা,
একাই দাঁড়াতে পারে
কাউকে দেখলে মারতে পারে
তাতে ও পুরো পাক্কা ।

কে বা আপন-কে বা পর
তা ও চেনে ভালো,
জানি আরো বড় হবে
জালবে প্রদীপ আলো ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top