Top today
বিজটেনর
প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ একই দিনে একই লেখকের দুইটি লেখা প্রথম পাতায় দেয়া যাবে না।
কিন্তু আমি একটু ভয়ে আছি তাই লিখলাম।
ইদানীং যে কারো লিখা পড়ার জন্য তার পোষ্ট খুললেই বড় করে দুই রঙের একটা লেখা ভেসে ওঠে, “বিজটেনর আসছে……”
এই বিজটেনরটা কি? এটা কোনও ভয়ের ব্যাপার নাকি?
ভুমিকম্প বা কেয়ামত এই জাতীয় কিছু?
হুমকি ধামকি নাকি ভালো কিছু সেটা জানার জন্যই এই পোষ্টটা দিলাম।
যারা বিষয়টা জানেন তারা এই পোষ্টের উত্তরে জানালে উপকৃত হব।
সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা।