Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

মেয়ে তুমি বোঝা নও

: | : ২৫/০৭/২০১৩

তুমি যখন মেয়ে হয়ে পৃথিবীতে এলে
সমাজের চোখে পাপ হয়ে ধরা দিলে ।
অক্ষম আমি কাউকে বুঝাতে পারিনি
তোমার জন্ম তোমার ইচ্ছায় হয় নি ।

বাবার চোখের মণি ছোট্টপরী
রাজ্যহীনা রাজ্যের রাজকুমারী ।
অন্তরের বন্ধনে বন্ধন গড়বে পোক্ত
তুমি যে সাতরাজার ধন হীরা মণি মুক্তো ।

কেউ কেউ বলে মেয়ে হয়ে এসেছো
বাবার ভাগ্যে তালা মেরে দিয়েছো ।
সমাজের কেউই তা বুঝতে চায় না
মেয়ে জন্ম নিলে ভাগ্য দূরে সরে যায়না ।

তুমি যে তোমার মায়ের শৈশবের ছায়া
ভালবাসার বন্ধনে সৃষ্টি হয় অদ্ভুত মায়া ।
তোমরা দুজনে বন্ধু হবে
সবার মনে ঈর্ষা জাগবে ।

মায়ের কাছে সবই তো এক
ছেলে কিবা মেয়ে যাই হোক ।
মায়ে আর মেয়েতে মিলে এই এখুনি খুনসুটি
পরক্ষণে দেখতে পাই দুজনে হেসে কুটিকুটি ।

বাবা-মায়ের কাছে মেয়েরা কখনো অপয়া নয়
তাদের ভালবাসায় সমাজে তোমার জয় হয় ।
বাবার কাছে তার মায়ের প্রতিচ্ছবি
মায়ের কাছে তুমি বিশ্বস্ত বান্ধবী ।

তুমি সমাজের বোঝা হয়ে রইবে না
তোমার পরিবার থেকেই করো সুচনা
তুমি তাদের দেখিয়ে দিবে তুমি পারো
দেশের সম্মান বাড়িয়ে তাই প্রমাণ করো ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top