চাষী, তার মেয়ে ও সিংহ
এক চাষীর মেয়েকে দেখে এক সিংহ তার প্রেমে পড়ে গেছে। সে তখন চাষীকে গিয়ে বললো, তোমার মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে দাও।
সিংহের এই প্রস্তাব শুনে চাষী বড় ভাবনায় পড়ল। একটা বন্য হিংস্র জন্তুর সঙ্গে মেয়ের বিয়ে দিতে তার মন চায় না অথচ অমন শক্তিশালী জীবকে সরাসরি প্রত্যাখ্যান করতেও তার সাহসে কুলায় না। অথচ সিংহ এদিকে নাছোড়বান্দা।
অনেক ভেবেচিন্তে সে বেশ বুদ্ধিমানের মতোই সিংহকে বললো, তোমাকে জামাই পাব- এ তো আমার পরম সৌভাগ্যের কথা, কিন্তু মেয়ের যে তোমার নখ আর দাঁতের জন্য বড় ভয় পায়। তুমি তোমার দাঁতগুলি ভেঙে এবং নখগুলি কেটে এস, তা হলেই তুমি আমার মেয়েকে পাবে।
চাষীর এই কথায় সিংহ তার দাঁত ভেঙে, নখ কেটে এসে হাজির হলো চাষীর বাড়িতে।
চাষী তখন তাকে অনায়সে মুগুর-পেটা করে দূর-দূর করে তাড়াল তার উঠোন থেকে।
শিক্ষনীয়:
অপরের উপর আধিপত্য করবার মতা যদি প্রকৃতির কাছ থেকে লাভ করে থাকো, তবে কারও পরামর্শেই সে মতা তুমি বর্জন করো না, করলে অপরে তোমাকে নাস্তানাবুদ করে ছাড়বে।
পরের কথায় মাথায় মুড়োয় আহাম্মকে।