Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

ছাত্রের বার্ষিক পোষ্টমর্টেম রিপোর্ট

: | : ২৬/০৭/২০১৩

রিপোর্ট তুলে ধরা হল একটি ছাত্রের বার্ষিক ক্যালান্ডারের মাধ্যম :

১. ৩৬৫ দিনে ১বছর । আমরা সবাই জানি শুক্রবার বিশ্রাম করতে হয় । এ দিনটি সাধারন ছুটির দিন । বছরে শুক্রবার ৫২ দিন । তাহলে বাকি থাকল ৩১৩ দিন ।

২. গ্রীষ্মের প্রচন্ড গরমে স্কুল প্রতিষ্ঠানগুলো বেশ বড় ধরনের বন্ধ দেয় । সাধারণত গ্রীষ্মের ছুটি ৩০ দিন । স্কুল বন্ধ তাহলে আর লেখাপড়া হবে কীভাবে ? বাকী থাকল ২৮৩ দিন ।

৩. একজন মানুষরে দৈনিক ঘুম দরকার ৮ ঘণ্টা । তার মানে ঘুমের পিছনে ব্যয় হয় ১৩০ দিন । এখন বাকি থাকল ১৫৩ দিন।

৪. খেলাধুলা স্বাস্থ্যের জন্য খুবই ভাল । দিনেতে ১ ঘণ্টা করে খেলাধুলা করলে বছরে খরচ হয়ে যায় ১৫ দিন । মানে হাতে রইল ১৩৮ দিন ।

৫. একজন মানুষ না খেয়ে বাঁচবে কি করে ? দিনেতে ২ ঘণ্টা খাওয়ার পছেনে ব্যয় হলে মোট খরচ হয় ৩০ দিন । কমতে কমতে বাকি রইল ১০৮ দিন ।

৬. মানুষ সামাজিক জীব । অন্যদের সঙ্গে প্রতিদিন অন্তত ১ ঘন্টা করে কথা বলা উচিত । তাহলে কথা বলতে খরচ হয় ১৫ দিন। বাকি থাকে ৯৩ দিন ।

৭. প্রতি বছর পরীক্ষা থাকে অন্তত ৫০ দিন । তখন এত টেনশনে কোন কিছুই পড়া যায় না । গুণে দেখেছি আর বাকি থাকে ৪৩ দিন ।

৮. বছরে বিভিন্ন ছুটি থাকে অন্তত ৩৫ দিন । বেচারা সারাবছর খাটাখাটনি করে এই কয়দিন আর কিভাবে পড়বে ? একটু রেস্ট নিক । তাহলে বাকি ৮ দিন ।

৯. অসুস্থতার জন্য অন্তত ৩ দিন নষ্ট হয় । বাকি থাকল ৫ দিন ।

১০. মুভি এবং অন্যান্য অনুষ্ঠান ৪ দিন গেলে সবে রইল ১ দিন ।

১১. ওই ১ দিন হল তার জন্ম দিন । আর শুভ দিন কি মানুষ পড়তে পারে ?

এই হল আমাদের ছাত্রের বার্ষিক পোষ্টমর্টেম রিপোর্ট ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top