Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

খাঁটি সোনা / সত্যেন্দ্রনাথ দত্ত

: | : ২৭/০৭/২০১৩

মধুর চেয়ে আছে মধুর

সে এই আমার দেশের মাটি

আমার দেশের পথের ধূলা

খাঁটি সোনার চাইতে খাঁটি।

 

চন্দনেরি গন্ধভরা,

শীতল করা, ক্লান্তি-হরা

যেখানে তার অঙ্গ রাখি

সেখানটিতেই শীতল পাটি।

 

শিয়রে তার সূর্ এসে

সোনার কাঠি ছোঁয়ায় হেসে,

নিদ-মহলে জ্যোৎস্না নিতি

বুলায় পায়ে রূপার কাঠি।

 

নাগের বাঘের পাহারাতে

হচ্ছে বদল দিনে রাতে,

পাহাড় তারে আড়াল করে

সাগর সে তার ধোয়ায় পাটি।

নারিকেলের গোপন কোষে

অন্ন-পানী’ যোগায় গো সে,

কোল ভরা তার কনক ধানে

আটটি শীষে বাঁধা আঁটি।

 

 

 

Kobi-satyendranathdutta

সত্যেন্দ্রনাথ দত্ত (জন্ম: ফেব্রুয়ারি ১১, ১৮৮২ – মৃত্যু: জুন ২৫, ১৯২২) একজন বাঙালি কবি ও ছড়াকার। তাঁর কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য তাঁকে ছন্দের যাদুকর নামে আখ্যায়িত করা হয়। মধ্যযুগে ভারতের ইতিহাস, সংস্কৃতি, পৌরাণিক প্রভৃতি বুদ্ধি-বৃত্তিবিষয়ক বিভিন্ন বিষয়ে তিনি ছিলেন সিদ্ধহস্তের অধিকারী।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top