Top today
এসো হে প্রকৃতি প্রেমীরা
এসো হে প্রকৃতি প্রেমীরা, রুপ আছে বলে কেন সে তাকাবে না
চাঁদনীর দিকে! কন্ঠ মধুর বলে তার, কেন শুনবে না
পাপিয়ার সুর! আর রাতভর ঘুমায় বলে বৃক্ষরাজি
সূর্যের আগমনে, কেন তারা ধরবে না জীবন বাজি!
এসো হে প্রকৃতি প্রেমীরা, রাত ভোর না হতেই জাগুক মনে
জোছনার তৃষা। প্রিয় হিমিকা ধরে রাখে হিমালয় যেমনে,
থাকুক প্রকৃতির নেশা, পলাশে মধু পানরত ভ্রমরের মত।
ভোরের আলো যেমনে সবুজে লাগে লাগুগ মনে অবিরত।
তারপর পৃথিবীর সব মন আসবে এক চাঁদের নিচে;
দেখবে প্রকৃতির অদৃশ্য দেবতা কত প্রকৃতি প্রেমী আছে!
০৬.০৬.১৩, ঢাকা