Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

ঝর্ণা ও ঝর্ণা

: | : ২৮/০৭/২০১৩

ঝর্ণা  নামে প্রবল গতিতে পাহাড় বেয়ে।
ঝর্ণা  নামে সিঁড়ি বেয়ে শান্ত ধীর পায়ে।
আমি কার কথা বলব আমার কবিতায়?
ঝর্ণা  ও ঝর্ণা একসাথে আমায় ভাবায়।

১৯-০৪-১৩, ঢাকা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top