Top today
একটি পাখির গল্প
এই পাখিটা সাত সকালে
কাঁঠাল তলায় ডাকতো,
মনের মত গান করে সে
ভোরের আলো মাখতো।
ফুরফুরে মন নিয়ে পাখি
করতো শুরু দিন তার,
ঝলমলে চোখ শান্তি ভরা
থাকতো না ছাপ চিন্তার।
সারাটা দিন আহার বিহার
সারাটা দিন চঞ্চল,
গান পাখিদের সঙ্গে নিয়ে
জাগিয়ে তোলে অঞ্চল।
ভর দুপুরে ঝিমায় পাখি
কাঁঠাল গাছের ডালটায়,
গাছের ছায়ায় ঘুমিয়ে খানিক
জীবনটাকে পাল্টায়।
হলুদ রোদে নামত যখন
বিকেল বেলায় শান্তি,
নীল নোয়ানো আকাশ জুড়ে
উড়াত ঝেড়ে কান্তি।
সন্ধ্যা নিয়ে ফিরতো পাখি
সেই কাঠালের গাছটায়,
রাত্রি এসে নামতো পাশে
গাছে পাখির কাছটায়।
এখন পাখি আর ফেরেনা
তার মনে খুব দুঃখ,
গাছ কেটে বন করলো উজাড়
সকাল হল রু।