Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

প্রতিটি মানুষই কবি

: | : ২৯/০৭/২০১৩

পৃথিবীর প্রতিটি মানুষই কবি;
প্রতিটি ভাললাগা কবিতা,
প্রতিটি স্বপ্ন কবিতা,
সুখ, খন্ড খন্ড ব্যাথা,
পুরো জীবনই কবিতা
যেন প্রতিটি মনের আকাশে সবিতা।

প্রতিটি মানুষ যেমন প্রেমে পড়ে,
অথবা জড়িয়ে পড়ে সৌন্দর্যের বন্ধনে,
তেমনি কবিতাও লেখে,
অথবা মনের অজান্তেই উচ্চারিত হয়
ছন্দবদ্ধ বানী।
যেন সদা ঘ্রানের আবেশে জড়ানো ফুলদানী।

যেন ফুলের ঘ্রান থেকে দূরে থাকা সম্ভব নয়;
কেউ কেউ ভীত হয় স্পর্ধায়,
যেমন ভালবাসার আগুনে ভীত হয়।
কেউ কেউ এড়িয়ে চলে,
যেমন প্রেমের বন্ধনের পথ থেকে সরে দাঁড়ায়।

কারো কারো কাছে এটা মৃত্যুর মত দুর্দমনীয়
প্রেমের ব্যাথার মত অবশ্যম্ভাবী।
প্রেমের মত মৃত্যুঞ্জয়ী।
দেহের বেঁচে থাকার জন্য যেমন খাদ্য দরকার
তেমনি এ হৃদয়ের, আত্মার,
অন্তরের প্রতিটি অনুভূতির।

২৯.০৭.১৩, ঢাকা
রাত ২.২০

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top