Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

আমার প্রথম বেলা

: | : ২৯/০৭/২০১৩

আমার প্রথম বেলা
পুড়ল অভাবে।
পরের টি অভোধে ।
বাকি রইল শুধু দেহ পোড়া কয়লা।
আমার প্রথম বেলা।

যখন বুদ্ধি হীন
আমি লোক বলহীন,
আমার কাটে বেলা
আমার প্রথম বেলা ।

আমার দরকার টাকা
চারদিক ফাকা,
অভাবে কাটে বেলা ,
আমার প্রথম বেলা।

ম্যাচ বাসা, ফকিরাপুল।
১৪/০৭/২০১৩

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top