Top today
আমার প্রথম বেলা
আমার প্রথম বেলা
পুড়ল অভাবে।
পরের টি অভোধে ।
বাকি রইল শুধু দেহ পোড়া কয়লা।
আমার প্রথম বেলা।
যখন বুদ্ধি হীন
আমি লোক বলহীন,
আমার কাটে বেলা
আমার প্রথম বেলা ।
আমার দরকার টাকা
চারদিক ফাকা,
অভাবে কাটে বেলা ,
আমার প্রথম বেলা।
ম্যাচ বাসা, ফকিরাপুল।
১৪/০৭/২০১৩