Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

”গতকাল”

: | : ২৯/০৭/২০১৩

গতকাল যখন এদিক ওদিক মেঘ ভেঁসেছিল আকাশে,
শরীরটা তখন কাঁপছিলো শন শন বাতাসে ।
তোমার কথা খুব গভীরভাবে পড়েছিল মনে,
আকাশে ছিলনা চাঁদ তাঁরা ছিলনা গগণে ।

মেঘ ভেঁসে গিয়ে এসেছিলো বৃষটি;এসেছিল ঝড়,
মনের মাঝে তুমি বঁধূ হয়ে এসেছিলে; আলোকিত করে স্বপ্নের ঘর ।
তুমি বসে আছো ফুলের বাসরে ,
তোমায় ঘিরে আছে হাজার জন সেই আসরে ।

আমার কাছে শুধু আমিই আছি একা,
আঁধার রাত; কে গেলো ভিঁজে… যায়না দেখা ।
আমি ভাবি ঐ বুঝি তুমি আসছো,
দূর থেকে আমায় দেখে হাসছো ।

জানতে চাইবে আমি আছি নাকি ভালো,
কাজ ছিল বেশী তাই আসতে পারোনী কাল-ও ।
আমি উত্তর রেখেছি খুঁজে ,
তোমার অপেক্ষায় আড়ালে গুজে ।

কে আছে বল আমার প্রানের আপন
যতোই ভালবাসি আমি;কেউ করেত চায়না আমার সাথে রাত্রী যাপন ।
তারই মাঝে দিবা নিশি
তবুও আমি সুখ খুঁজে যাই অহর নিশি
সব বুঝে ও সে আমায় বুঝে যায় পর,
আমি জানি কাল যখন বৃষিট হয়েছিল ; হয়েছিল ঝড়,
তুমি আমায় ভুলে-
গিয়েছো চলে-
নতুন স্বামীকে নিয়ে উঠেছো স্বপ্নের ভেলায় ,
সুখের সাগরে ভেঁসেছিলে জানি ; জানি মেতে ছিলে কোন খেলায় ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top