Top today
‘‘ মা ”
মা যে হল চোখের মনি
দুই নয়নের আলো,
মাকে আমি বাসি যে
সবার চেয়ে ভাল।
খাঁটি সোনার চেয়েও খাঁটি
মায়ের মুখের হাসি,
দেখলে মাকে প্রাণটা জুড়ায়
লাগে বড় খুশি।
মাকে দেখলে আমার মাঝে
ফিরে আসে প্রাণ,
মা হল সৃষ্টিকর্তার
সর্বশ্রেষ্ঠ দান।