Top today
আক্ষেপগুলো
তোমার সব আক্ষেপ শুনলাম
ক্রেনে চড়িয়ে অলীক কল্পনায়
চালান করেও দিলাম চোখ দুটো।
কথা দিচ্ছি; এই আমি
আক্ষেপগুলো
শুনলাম।
আক্ষেপগুলো
পূরণ করতে চাই।
পাথরের ভাঁজে ভাঁজে ফুটাতে চাই কদম
তবু, কচুপাতার নৌকায় চরে
পাড়ি দিতে চাই না লঙ্ঘন কিংবা বংশী।
জানি বৃষ্টিতে সতেজ হয় গাছ-পাতা-ঘাস
শিশিরও জমে মুড়ি মুরকির মত।
আক্ষেপগুলো
শুনতে দাও
কথা দিচ্ছি, এই আমি
পলকা হাওয়ায় উড়িয়ে দিব
চশমার কাঁচে জমে থাকা ধুলো।