Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

ঈদের চাঁদ!

: | : ৩০/০৭/২০১৩

ঐ আকাশে চাঁদ ওঠেছে আনন্দে ভাসছে চারিদিক
রাত পোহালেই শুরু হবে মহাখুশির ঈদ,
সেমাই খাব ঈদগাহে যাব নতুন জামা পরে
নামাজ পড়ব দোয়া করব ফিরব আলিঙ্গন করে ।

আজ দেনাপানার নেই তো হিসেব
চারিদিকে খুশির ছেলাব,
ছোট বড় নেই ভেদাভেদ
ঈদ এসেছে খুশির ঈদ ।

আজ গরীব নিঃস্ব খাবে পেট ভরে
এই আজব দৃশ্য হেরিবে বিশ্ব নয়ন ভরে,
ঈদ হউক সবার জন্য মহা প্রীত গীত
ঈদ এসেছে খুশির ঈদ ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top