Top today
”খোকন সোনার ঈদ”
রোযা শেষে চাঁদের রাতে
ডাক দিয়ে যায় পাখি,
জেগে উঠো খোকন সোনা
দেখো খুলে আঁখি ।
পূবের আকাশ লাল হয়েছে
সূরুজ উঠেছে ঐ,
ডাকছে তোমার আপনজন
ডাকছে তোমার সই ।
গোসল করবে কখন তুমি
কখন সেমাই খাবে,
কখন করবে কোলাকুলি
কখন নামাজে যাবে ।