আমার পুরষ্কার, প্রত্যাশা ও প্রাপ্তি
আমি দীর্ঘ দুই মাস যাবত চলন্তিকায় নিয়মিত লিখছি। দুই মাসের মধ্যে একদিন অসুস্থতার জন্য চলন্তিকায় অনুপস্থিত ছিলাম। ইতিমধ্যে দুই বার সেরা প্রদায়কের তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করি। এ পর্যন্ত আমি সর্বমোট ৯২টি পোস্ট চলন্তিকায় দিয়েছি। অন্যের লেখায় এ মাসে ৮৬০ টি মন্তব্য প্রদান করেছি। গত মাসে কতটি মন্তব্য করেছি তা আমার পরিসংখ্যানে নেই তাই বলতে পারলাম না। অন্যদের কাছ থেকে এ পর্যন্ত সর্বমোট মন্তব্য পেয়েছি ৯৭২টি।
নানা প্রতিকুল পরিবেশ, কর্মময় ব্যস্তজীবন ও এ মাসে আমার দোকানে চুরি হওয়ার পরও চলন্তিকাকে ছেড়ে যায়নি। হঠাৎ করে আমার জীবনে দুর্ঘটনার সম্মুখীন হওয়ার পরও সাইবার ক্যাসের সহযোগিতায় আমি চলন্তিকায় নিয়মিত হওয়ার চেষ্টা করেছি। আমার প্র প্রত্যাশা ছিল আরো বেশি পোস্ট দেয়া ও মন্তব্য করার কিন্তু চলন্তিকার নিয়ম ও সময়ের অভাবে তা হয়ে উঠেনি।
পয়েন্ট অর্জন কোন সময় আমার লক্ষ্য ও উদ্যেশ্য নয়। আমার উদ্দেশ্য সাহিত্য চর্চা করা। সাহিত্য চর্চা করতে গিয়ে কেউ যদি আমাকে পুরষ্কৃত করে সেটা আমার জন্য বিরাট পাওয়া। আমি দীর্ঘ এক মাসে চেষ্টা করেছি প্রতিদিন অনন্ত একটি পোস্ট দিতে। চেষ্টা করেছি অন্যদের সবগুলো লেখাই অনন্ত একটি গঠনমূলক মন্তব্য করতে। তবে মন্তব্য করতে গিয়ে সময় স্বল্পতার কারণে অনেক সময় দুএকটি লেখায় হয়তো গঠনমূলক মন্তব্য করতে পারিনি। এ জন্য আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি। আশা করি পরবর্তী মাসে তা করতে পারব।
সম্পাদক বরাবর আমার অনুরোধ থাকবে প্রতিটি লেখক যাতে তার প্রোফাইলে পরিসংখ্যান জানতে পারে তার ব্যবস্থা করার জন্য।
যেমন সর্বমোট পোস্ট, সর্বমোট মন্তব্যের নিচে সর্বমোট অন্যকে কতটি মন্তব্য দিয়েছি, কতবার পুরষ্কার পেয়েছি, কোন মাসে কতটি পোস্ট দিয়েছি, কতটি মন্তব্য পেয়েছি, কতটি মন্তব্য দিয়েছি ইত্যাদি বিষয়ে পুরো পরিসংখ্যান থাকলে ভাল হবে।
পরিশেষে চলন্তিকায় আগত সকল লেখককে আমার পক্ষ থেকে আগ্রীম ঈদ শুভেচ্ছা।