Top today
ভালবাসতে হবে
যারা চাও পৃথিবীতে –
সমুখ পানে এগিয়ে যেতে,
দুহাত ভরে সুখ বিলাতে,
নিজকে আগে গড়তে হবে।
চলার পথে আসে যদি –
অথৈসাগর, ঢেউয়ের নদী,
বাধার পাহাড়, দুঃখ ব্যাধি,
তবুও তোমায় চলতে হবে।
এই দুনিয়ায় কারো জীবন –
নয়তো সুখের শান্ত নদী,
দুঃখ ছাড়া কারো কখন,
হয় না সুখ নিরবধি।
দুঃখ জয় করতে হবে,
জীবন-যুদ্ধে লড়তে হবে,
তবুও তোমায় হাসতে হবে।
আঘাত-ব্যথা ভুলতে হবে,
শত্র“কে বুকে তুলতে হবে,
তাকেও ভালবাসতে হবে।
অবোধ শিশুর আঘাত যেমন –
হাসি মুখে সবাই সয়;
এমন করে ভাবলে তখন,
দেখবে কেউ শত্র“ নয়।