Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

আমার পুরষ্কার প্রাপ্তি ও সম্পাদক সমীপে কিছু আরজি ।

: | : ৩১/০৭/২০১৩

 

পৃথিবীতে সবাই সেরা হতে চায়, কিন্তু কয়জন পারে ? যে কয়জন সেরা হতে পারেন কেবল তারাই যে স্বার্থক আর বাকীরা ব্যর্থ অন্তত আমি এমনটা মনে করি না । আর মনে করি না বলেই সেরা হওয়ার প্রয়াস কখনোই আমার মধ্যে ছিল না । আমি সেই প্রাইমারী স্কুলে অধ্যায়নরত অবস্থাতা থেকেই টুকটাক লেখি, এবং এখনো লেখে চলছি । উদ্দেশ্য সাহিত্যকে ভালোভাবে জানা ও তা দিয়ে মানুষের মন ছোঁয়া । আমার এ যাবত কালের যত লেখা তন্মধ্যে যদি একটি লেখাও কারো মনকে সামান্যতম স্পর্ষ করতে পারে তবেই আমি ধন্য ।

চলন্তিকায় আমি নতুন । নিবন্ধিত বয়স মাসের উপরে হবে । প্রথম মাসেই সেরা তৃতীয় পুরষ্কার প্রাপ্য হয়েছি, চলন্তিকার সকল ব্লগারের সহযোগীতা ব্যতীত এটা কখনো সম্ভবপর ছিল না । তাই তো আমি স্বশ্রদ্ধ চিত্তে চলন্তিকার সম্পাদকসহ সকল ব্লগারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ।

আমি অনেক দিন ধরে বিভিন্ন ব্লগে লেখালেখি করি । মনে মনে সাহিত্য নির্ভর একটি ব্লগের জোর তালাস ছিল, চলন্তিকা আমার সেই অন্বেষণের সমাপ্তি ঘটিয়েছে । সেরা হলাম কি হলাম না তা আমার কাছে মুখ্যম নয়, চলন্তিকার সাথে আছি এবং থাকব ।

সম্পাদক মহোদয়ের কাছে আমার একটি বিনীত আবেদন থাকবে এই যে, শুধু পয়েন্টের ভিত্তিতে যেন শ্রেষ্টত্ব বিবেচনা না করা হয় । যেহেতু এটি একটি সাহিত্য নির্ভর সৃজনশীল ব্লগ, সেহেতু সেরা পুরষ্কারে মনোনয়নের সময় এই দিকটা একটু বেশি লক্ষ্য রাখার অনুরোধ জানাচ্ছি । পয়েন্টের ভিত্তিতে সেরা হতে চাইলে মাসে একটি পোস্ট না দিয়েও সেরা হওয়া সম্ভব । সারা মাস জুড়ে যারা সবচেয়ে বেশি সৃজনশীল লেখা পোস্ট করবেন, পুরষ্কার বিতরণ ও সেরা লেখা নির্বাচনের সময় তাদেরকেই যেন সবচেয়ে বেশি আগ্রাধিকার দেওয়া হয় ।

সর্বপরি আরেকটি আবেদন, জানি না পুরষ্কার হিসেবে আমার প্রাপ্য কী বা কত ? তা যাই হোক না কেন সম্পাদক বরাবর আমার আকুল আবেদন থাকবে আমার সেই পাওনাটুকু যেন কোনো এক পথশিশুকে দিয়ে দেওয়া হয় (ঈদের আগে হলে ভালো) ।

আপনাদের সকলের সুস্বাস্থ্য ও চলন্তিকার দীর্ঘায়ু কামনা করছি ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top