Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

তখনো নিলাঞ্জনার বুকে প্রেম ছিল

: | : ৩১/০৭/২০১৩

নিলাঞ্জনা ! নামটি আজো বড় চেনা মনে হয়

যেন সেই কতকাল আগে

তোমার হাত ধরে হেঁটেছিলাম এই নির্জন মেঠো পথ ধরে ।

ধূসর সৃতির তলে চাপা পরে যাওয়া

ক্ষয়ে যাওয়া জীবনের দিনগুলো অস্পষ্ট কোলাহলে

তোমার চলে যাওয়া আজো বড় চেনা মনে হয়।

শুকিয়ে যাওয়া নদীর মরা স্রোতে

তোমার বুকে মরে যাওয়া প্রেম

কালের ধুলোয় হারাতে বসা অতীত,

তবু যেন সেদিনে কথা আজো বড় চেনা মনে হয় ।

নিলাঞ্জনা ! নামটি আজো বড় চেনা মনে হয়

আজো বারবার মনে হয়

মরে যাওয়া ঐ নদীর বুকেও

আমার জন্য কিছু প্রেম অবশিষ্ট ছিল ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top