Top today
অপেক্ষা
কোথাও কোন দূরভিসন্ধি কোন হতে
অযুত তারকার মতো আলোকবর্তিকা
কেমন যেন মিশে যাচ্ছে মিটমিট করে জ্বলতে থাকা
একটা কুপির সামনে নিমজ্জিত কোন গ্রাম্য বধূর ক্রন্দনরত শিশুর সাথে।
সকালের কুয়াশা ভেঁজা ঘাস মাড়িয়ে প্রতিদিন
যাদের ক্ষুধা জাগ্রত হয় দুয়ারে।
বাঁশঝাড়ের সাদা বক উড়িয়ে নিয়ে যায় আশা নিরাশা।
পিঁচঢালা পথ কাঁপিয়ে তুলে দূরপালার কোচ।
এই বুঝি বধূর শিশুটি
খুশিতে লেটেপুটে যাবে সদ্য ফুটা চাঁদের আলোর সাথে।
কিন্তু!
গাছের ছায়া ভেদ করে উড়ে চলে যায়
বড় বড়
ডানাওয়ালা দু’টি দাঁড় কাক।