Top today
অতঃপর একদিন সেই গাংচিল
কতদিন ভেবেছি একদিন গাংচিল হয়ে
এই ঢেউ তোলা নদীর বুকে
ছুঁয়ে যাবো জলাধার – শিকারের খোঁজে
উড়ে যাবো, একদিন পানকৌড়ির মতন
ডুব দিয়ে গভীরে মায়াজালে,
স্নিগ্ধ বাতাস গায়ে মাখিয়ে- একদিন
অতঃপর ঠিক যেন ফিরে আসি
এই গুল্মের ঝোপ- মেটে শালিকের ছানা
বিকেলের শেষে মিঠে রোদ ,
মিশে যায় হঠাৎ – শ্যাওলার মতন ভেসে
গায়ে মাখা চিত্রার জল।