Top today
প্রবাসী বাবার জন্য
তিন বছরের তিন্নি এখন, প্রবাসী বাবার জন্য
বসে আছে অপেক্ষাতে, চায় না কিছু অন্য
বাবাটি তার ফোন করেছে, আসবে ঈদের আগে
মনে করে বাবার কথা, গভীর রাতে জাগে
মস্ত বড়ো মা সেজেছে, তিন বছরের মেয়ে
দিন কাটে তার ছটফটিয়ে, বাবার পথটি চেয়ে…