Top today
বাংলা ভাষা
বাংলা ভাষা মায়ের কাছে
প্রথম শেখা বুলি
তবে বলো এ ভাষাকে
কেমন করে ভুলি?
খুব সুন্দর এ ভাষার
মিষ্টি মধুর কলি
এ ভাষাতে আমি আমার
মনের কথা বলি।
বাংলা আমার ভালবাসা
বাংলা আমার প্রাণ
বাংরা মায়ের দু’চোখ ভরা
স্বপ্ন অফুরান।
বাংলা হল সবুজ ছায়ায়
রাখাল ছেলের গান
বাংলা হল স্বচ্ছ নদীর
ঢেউয়ের কলতান।