Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

এমন যদি হতো

: | : ০৬/০৮/২০১৩

এমন যদি হতো

ওরাও যদি আমার সাথে কোরমা পোলাও খেতো

ওরাও যদি নতুন জামা

কলার খানা একটু টানা

ওরাও যদি গাড়ি ঘোড়ায়

একটু সওয়ার হতো –

কেমন হতো ওরাও যদি

আমার সাথে বসতো গদি

ধুলো বালি ছেড়ে-

আমার সাথে এক টেবিলে

ইচ্ছে মতো পেট ফুলিয়ে

খেতাম মজা করে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top