Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

দুঃখের সুখ

: | : ০৬/০৮/২০১৩

মানব  জীবনে  দুঃখ ভরা

দুঃখ ছাড়া কাটে না কোন বেলা

দুঃখ মোদের প্রকৃত সম্পদ

তাই নিয়েই চলে জীবন

দুঃখ নিয়ে পৃথিবী

দুঃখ নিয়ে সমাজ

দুঃখের মধ্যে লুকানো সুখই

আমারা খুঁজি দিন রাত

সেই শ্রেষ্ঠ, সেই মহান

যে গায় দুঃখের গুনগান

তার জীবন সবচেয়ে সুখের

যে আপন করে নিতে পারে দুঃখকে

দুঃখ বিনা জীবন বৃথা

দুঃখ বিনা সুখ কভু মেলে না

যে পায়নি জীবনে কোন দুঃখ

সে কি বুঝবে দুঃখের মর্ম

দুঃখের পর পায় যে সুখ

তাই শ্রেষ্ঠ, তাই প্রকৃত সুখ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top