Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

চিরকুট

: | : ০৯/০৮/২০১৩

শুনেছি, আমাকে
সামনে চেয়েছো তুমি।

বেশি না, মাত্র একশ’ বছর পর
দাঁড়াবো একাকী তোমার সামনে এসে।

ভেবোনা সুপ্তি
অল্প সময়টুকু
চোখের পলকে
এমনিতে কেটে যাবে।

অগ্নিবরণা,
অপেক্ষা করে থাকো।
এখন আমার
নিদারুণ ব্যস্ততা……
তুমি যে গোপনে
আমাকেই ভালোবাসো,
এ খুশি আমার
সারাটা পৃথিবী জুড়ে
পরমানন্দে রাষ্ট্র করছি আমি।

একশ’ বছরে
এই কাজটুকু সেরে
একছুটে এসে
কখন যে ছুঁয়ে দেবো..
টেরই পাবেনা
চমকে ওঠার আগে !

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top