Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

“চুরি করে নিল কে?”

: | : ০৯/০৮/২০১৩

চাঁদ হাসে ঈদ আসে তবু হাসে না কেন মন?

আমার ছোট্ট বেলার হাসি-চুরি করল কোন্‌ জন?

চুরি করে নিল কে আমার চাঁন রাত্রির উত্তেজনা?

কে নিল চুরি করে আমার শৈশবের আল্পনা?

চুরি করে নিল কে আমার নতুন জামার সুবাস?

চুরি করে নিল কে আমার আনন্দ-উচ্ছ্বাস?

চুরি করে নিল কে আমার ঈদ মেলার বাঁশি?

কে দিল ছেড়ে আমার সাজ বেলুনের রশি?

কেন নেই আমি আর সেলামীর তালিকায়?

আমার হাসি কেন আজ কৃত্রিম ভণিতায়?

উচ্ছলতা চুরি করে-কে দিল কপালে দুশ্চিন্তার রেখা?

চুরি করে নিল কে আমার শৈশবের সুখ শিখা?

“বয়স” তুই কি তবে সেই লোভী সিঁধেল চোর?

এই সব চৌর্য কর্ম কি তবে তোর?

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top