Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

ইচ্ছে

: | : ১০/০৮/২০১৩

নীরবতার একচ্ছত্র আধিপত্য,
বিবেকের একচ্ছত্র নীরবতা।
আধিপত্য’র একচ্ছত্র অধিকার,
বঞ্চিতের একাধারে নিষ্ক্রীয়তা।

সংশয়, স্বকীয়তায় স্বতন্ত্র,
স্বতন্ত্র চেতনা লুপ্ত/বিলুপ্ত।
শঙ্কায় শাণিত অজানা ভবিষ্ণু,
ভবিষ্ণু ভীত ভিত্তিহীনতায়।

সকলসবে মিলে করেছে;

দুর্মতির যত দুর্বৃত্তায়ন,
বিস্তৃত হয়েছে জগৎময়।

দৃবৃত্তেরা-
শাসন করছে সর্বময়,
শোষন করছে সমুদয়।

আজই করবে শেষ সকলই,
সকলের সঙ্গতি শুভমতি

শঙ্কা কিরে তোর?
অধর্মের কি আছে জোর?

ধর্ম নিয়ে বকধার্মিকতা,
আজাদি নিয়ে শঠতা।

করতে হবে এখনই বিনাশ,
সিদ্ধ হবেই হবে থাকলে মনে অভিলাষ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top