Top today
উড়াল গন্ধ
চাতক পাখির উড়াল গন্ধে কিছুটা বাতাস বৃষ্টি হয়ে নামে
ফড়িংয়ের পা ছুঁয়ে রোদ খুনসুটি করে ফুলের স্তনে।
কোন এক কিশোরীর বুকে আলো ছিল
সে এখন বৃদ্ধা,জননী
নরম মাটির পৃথিবীতে শক্ত আবাহনে।
উত্তাপের নিরিখে পৃথিবী ক্রমে সংকুচিত হয়
প্রসারিত হয়।
এখন পাহাড় চূড়ায় অভিযাত্রীর নাম খোদিত হয়
এখন নদীর তীরে রাখালিয়া বাঁশী ভাঙা পড়ে থাকে
এখন বটের ঝুড়ি চেতনার কাঁচ ছুঁয়ে থাকে।
অকৃত্রিম ছাদ ছুঁয়ে জোছনা গড়িয়ে পড়ে
বিষণ্ণ কবির উৎফুল্ল অন্তরে।