Top today
অসাধ্য
ইচ্ছে করে দুঃখটাকে ধরি গলা টিপে
কষ্ট সাগর পেরিয়ে যাই ছোট্ট একটি লাফে,
ভিন্ন হাতে ক্ষুণ্ণ বাঁধন কেটে সব ঝেড়ে দেই দৌড়
ছিন্ন করে সম্পর্কটা খালি পায়ে হাটি বহুদূর ।
চোখে আঙ্গুল দিয়ে দীনতাকে দেখিয়ে দেই
কত হিংস্র তার থাবা
যেই নিষ্ঠুর থাবার দস্তুর ফাঁদে
নয় বছরের শিশু কিশোর হয়ে গেল বাবা,
যেই বয়সে ইশকুল যাবে
মাঠ কাঁপাবে খেলে হরেক খেলা
সেই বয়সে খোকা বাবু হচ্ছে কাবু
ঠেলছে তবু রোজ-ই ভাগ্যের ঠেলা ।